ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গুগলকে সেন্সর করতে বলেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ৯, ২০১১
গুগলকে সেন্সর করতে বলেছে ভারত

নয়াদিল্লি: গুগলের অডিও-ভিডিও প্রকাশ ও দেখার ওয়েবসাইট ইউটিউব এবং সামাজিক যোগাযোগের সাইট অরকুট থেকে সরকারের সমালোচনামূলক এবং আপত্তিকর ৩৫৮টি বিষয় অপসারণ করার জন্য গুগলকে অনুরোধ জানিয়েছে ভারত সরকার।

ইন্টারনেটে কোনও কিছু খোঁজার সবচে জনপ্রিয় ওয়েবসাইট গুগল এক বিবৃতিতে জানিয়েছে, গত জানুয়ারি-জুনের মধ্যে ইউটিউব ও অরকুটে প্রকাশিত সরকারের সমালোচনামূলক বক্তব্য অপসারণের অনুরোধ জানিয়ে ভারত সরকারের চিঠি তারা পেয়েছে।



গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট জানিয়েছে, সরকারের সমালোচনামূলক প্রায় ২৫৫টি আইটেম অপসারণের অনুরোধ করেছে সরকার।

অপসারণের অনুরোধ জানানো ২৩৬টি আইটেম অরকুটের আর ১৯টি ইউটিউবের।

সরকারের সমালোচনা ছাড়াও আপত্তির অন্য কারণগুলো হলো- মানহানিকর বক্তব্য, ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা, বেনামী ব্যবহারকারী, ঘৃণায় উস্কানিদানকারী, পর্নো ছবি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক।

এসব অনুরোধের ৫১ শতাংশ আংশিক বা পুরোপুরি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুগল।

এর আগে ভারতের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল ইন্টারনেটে অমর্যাদাকর, মানহানিকর এবং রাজনৈতিক নেতা ও ধর্মের অবমাননাকর আইটেম খুঁজে বের করার জন্য গুগলকে অনুরোধ জানায়।

তবে গুগল বলছে, বেশিরভাগ অনুরোধই তারা প্রত্যাখ্যান করেছে। শুধু স্থানীয়ভাবে নিষিদ্ধ ভিডিও এবং প্রচলিত আইনে নিষিদ্ধ বক্তব্য বা বিষয় যা সাম্প্রদায়িক দ্বন্দ্ব উসকে দেবে তারা তাদের সাইট থেকে অপসারণ করেছে।

একই সঙ্গে গত জানুয়ারি থেকে জুনের মধ্যে গুগলের এক হাজার ৭শ ৩৯ জন ব্যবহারী বা অ্যাকাউন্টের তথ্য সরকারকে দিয়েছে গুগল। অপরাধ তদন্তের জন্যে সরকার এসব তথ্য চেয়ে অনুরোধ করেছিল। সরকার মোট ২ হাজার ৪শ ৩৯ জন ব্যবহারকারী বা অ্যাকউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছিল।

যাই হোক, সামাজিক যোগাযোগের সাইটে নজরদারি করার বিতর্কে এটা একটা খারাপ দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।