ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান সীমান্তে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, ডিসেম্বর ৯, ২০১১
আফগান সীমান্তে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান

পেশোয়ার: আফগানিস্তান সীমান্তে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান। আফগান সীমান্তে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিল পাকিস্তান।



শুক্রবার একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো।

পেশোয়ার থেকে ওই কর্মকর্তা জানান, আফগান সীমান্তে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনও বিমানের গতিবিধি পর্যবেক্ষণ এবং সনাক্ত করতে পারবে।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানান, আফগানিস্তানের মাটি থেকে চালানো কোনও বিমান হামলা প্রতিরোধ করা এবং ভবিষ্যতে এই ধরনের হামলার উপযুক্ত জবাব দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২৬ নভেম্বর সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

এই হামলায় ক্ষুব্ধ পাকিস্তান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শামসি বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে চলে যেতে বলে। এই ঘাঁটি থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের তালেবান অধ্যুষিত উপজাতীয় এলাকায় ড্রোন হামলা পরিচালনা করত যুক্তরাষ্ট্র। ঘটনার দুই দিন পরই যুক্তরাষ্ট্র ঘাঁটি ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।

পাকিস্তান এতোদিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার এই গোপন মিশনে নীরব সম্মতি জানিয়ে এসেছে।

২৬ নভেম্বরের এই হামলার কারণে ভঙ্গুর পাক-মার্কিন সম্পর্ক নতুন করে হুমকির মুখে পড়েছে।

অবশ্য গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে সম্পর্কের টানপোড়ন শুরু হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২৬ নভেম্বরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এই হামলা অনিচ্ছাকৃত ভুল বলে বর্ণনা করেছেন তিনি। কিন্তু পাকিস্তান সেনা বাহিনী একে ইচ্ছাকৃত হামলা বলে অভিযোগ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।