ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সবচে বড় পোকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, ডিসেম্বর ৯, ২০১১
সবচে বড় পোকা

ঢাকা: নিউজিল্যান্ডের একটি ছোট্ট দ্বীপে বিশ্বের সবচে বড় পোকার সন্ধান পাওয়া গেছে। পার্কের একজন সাবেক রেঞ্জার অয়েটা বাগ প্রজাতির একটি বিশাল আকৃতির পোকার সন্ধান পেয়েছেন।



এই পোকাটির পাখার দৈর্ঘ্য ৭ ইঞ্চি এবং এর ওজন তিনটি স্বাভাবিক আকারের ইঁদুরের সমান।

মার্ক মোফেট (৫৫) নামে ওই ব্যক্তি জানান, নিউজিল্যান্ডের একটি ছোট্ট দ্বীপে তারা তিনজন বিলুপ্ত প্রজাতির অয়েটার সন্ধান করছিলেন। অবশেষে তারা একটি গাছে বিশাল আকৃতির একটি অয়েটার সাক্ষাৎ পান।

তিনি জানান, এই অয়েটা এ যাবত পর্যন্ত সন্ধান পাওয়া সব পোকার মধ্যে সবচে বড়।

এই পোকাটি ধরে তিনি হাতে নিয়েছেন। একে একটি গাজর খাইয়েছেন। তিনি বলেন, পোকাটি খুব মজা করে গাজর খাচ্ছিল। নিমেষে সে একটি গাজর সাবাড় করে ফেলেছে।

মোফেট জানান, এই প্রজাতির অয়েটা এখন ভয়াবহ রকমের অস্তিত্ব হুমকির মুখে। তবে ছোট প্রজাতির অয়েটা নিউজিল্যান্ডে এখনও প্রচুর পরিমাণে চোখে পড়ে। এই বিলুপ্তপ্রায় প্রজাতিটিকে রক্ষার জন্য কেউ কোনও উদ্যোগ নেইনি বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

এক কোটি ৮০ লাখ বছর আগে অতিকায় অয়েটা বাগের অস্তিত্ব ছিল। এরা বিশালদেহী ডাইনোসর শিকার করত বলে ধারণা করা হয়।

বিবর্তনের ধারায় এতের আকৃতি ছোট হয়ে গিয়েছে। তবে পরে ইউরোপীয় অনুসন্ধানীরা নিউজিল্যান্ডের লিটল ব্যারিয়ার দ্বীপে অজ্ঞাতসারে এদের সঙ্গে ইঁদুর আনার কারণে ধীরে ধীরে এরা বিলুপ্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।