ব্রাসেলস: ইউরোজোনের ঋণ সংকট মোকাবেলায় প্রস্তাবিত কর বৃদ্ধি ও বাজেট নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে সরকারগুলোকে চাপ প্রয়োগের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশির ভাগ দেশ একমত হয়েছে।
তবে একই উদ্দেশ্যে ইইউ সনদ পরিবর্তনের জন্য সংগঠনের সদস্যভূক্ত ২৭টি দেশকে রাজি করার জন্য জার্মানি ও ফ্রান্সের প্রচেষ্ঠা ব্যর্থ হয়েছে।
এদিকে, ব্রিটেনকে প্রস্তাবিত অর্থনৈতিক বাধ্যবাধকতা থেকে কিছুটা ছাড় দিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দাবি নাকোচ হয়ে গেছে।
শুক্রবার ব্রাসেলসে সম্মেলনের মূল আলোচ্য সূচিতে ফ্রান্স ও জার্মানির যৌথভাবে উত্থাপিত প্রস্তাব কঠোর অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করতে ব্যর্থ দেশগুলোকে জরিমানার আওতায় নিয়ে আসা নিয়ে আলোচনা হয়। অবশেষে ব্রিটেনসহ কয়েকটি দেশের আপত্তি সত্ত্বেও প্রস্তাবটি পাস হয়।
সম্মেলন থেকে এক রিপোর্টে জানা যায়, ইইউ সনদ পরিবর্তনের জন্য ফ্রান্স এবং জার্মানির নতুন প্রস্তাব সংগঠনের ২৭টি দেশকে সমানভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে- এই যুক্তিতে নাকোচ হয়ে যায়।
এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, ‘আমরা ইউরোজোনের দেশগুলোর ভাল চাই। আমরা চাই সবাই তাদের সমস্যাগুলো খুঁজে বের করুক কারণ আমাদের সবার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার। ’
তিনি বলেন, ‘কিন্তু দিন শেষে আমার বিচারে মনে হচ্ছে, প্রস্তাবটি ব্রিটেনের স্বার্থের পক্ষে যায়নি। আমি জোরালোভাবেই ভেটো দিয়েছি। ’
সরকারের ব্যয় এবং বাজেটের ওপর এই কঠোর নীতি যদিও ইইউ সনদের আলোকে করা হয়নি, কিন্তু এর অন্তর্ভূক্ত সরকারগুলোর মধ্যে এটা একটা চুক্তি। এটা খুব দ্রুতই কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন চুক্তি আগামী বছরের মার্চের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।
বিশ্লেভকরা বলছেন, কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমানো এবং সামর্থ্যের অতিরিক্তি ব্যয় করা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউরোপ নিজেদের মধ্যে আরও সমন্বয় বাড়ানোর পথে হাঁটছে।
শুক্রবার আলোচনায় ইইউ নেতারা ইউরোজোনের জন্য গঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেউলিয়াত্ব মোকাবেলা তহবিলে আরও অর্থ দিতে রাজি হয়েছেন।
তবে যাই হোক এই নতুন প্রস্তাব ইউরোপের পুঁজিবাজার চাঙ্গা করতে ব্যর্থ হয়েছে। শুক্রবারও ইউরোপের শেয়ার বাজার সামান্য দরপতন দিয়েই শুরু হয়েছে।
তবে আশা করা হচ্ছে, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) আরও হস্তক্ষেপে এ অবস্থার উন্নতি হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১