ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের মুদ্রাস্ফীতি কমছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, ডিসেম্বর ৯, ২০১১
চীনের মুদ্রাস্ফীতি কমছে

বেইজিং: ইউরোপ যখন অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত তখন চীনে মুদ্রাস্ফীতি কমছে। চীনে ১৪ মাসের মধ্যে গত নভেম্বরে মুদ্রাস্ফীতি কমেছে সবচেয়ে বেশি।



শুক্রবার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ভোক্তামূল্য বেড়েছে ৪.২ শতাংশ।

তিন বছরের মধ্যে গত জুলাইয়ে মুদ্রাস্ফীতি ছিল রেকর্ড ৬.৫ শতাংশ। কিন্তু গত অক্টোবরে তা নেমে আসে ৫.৫ শতাংশে।

বিশ্লেষকদের মতে, এর ফলে দেশের মুদ্রানীতি আরও সহজ করার ব্যাপারে নীতি নির্ধারকদের জন্য একটি সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিও উৎসাহিত হবে।

বেইজিংয়ের হুয়াচুয়াং সিকিউরিটিজের হুয়া ঝংওয়ে বলেন, বর্তমান সংখ্যাটি প্রমাণ করে চীনে মুদ্রাস্ফীতি দ্রুত কমে আসছে।

তবে এর সঙ্গে চীনের অর্থনৈতিক নীতি আরও শক্তিশালী এবং দ্রুততার সঙ্গে প্রবৃদ্ধি বান্ধব করতে হবে বলে মত দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।