টোকিও: সম্প্রতি থাইল্যান্ডে ভয়াবহ বন্যার কারণে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মুনাফা প্রাক্কলিত মানের অর্ধেকে নেমে গেছে।
চলতি অর্থ বছরে গত আগস্টে টয়োটার মুনাফা ধরা হয়েছিল ৩৯ হাজার কোটি ইয়েন।
কিছু জরুরি যন্ত্রাংশের চাহিদা অনুযায়ী যোগান সম্ভব না হওয়ায় গত মাসে কোম্পানির লভ্যাংশ পুননির্ধারণ করা হয়। সরবরাহ সমস্যার কারণে পৃথিবীর ১০টি দেশে টয়োটার উৎপাদন বন্ধ করা রাখা হয়েছে।
গত ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টয়োটা বিশ্বব্যাপী তাদের বিভিন্ন কারখানায় প্রায় ২ লাখ ১৫ হাজার গাড়ি উৎপাদন করতে পারেনি।
গত মার্চে জাপানে ভূমিকম্প ও সুনামি এবং থাইল্যান্ডে বন্যার কারণে এই বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এ বছর খুব খারাপ সময় পার করছে।
বিশ্লেষকরা বলছেন, চলতি বছরে উৎপাদন কমে যাওয়ার কারণে বিশ্বের সর্ব বৃহৎ মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের মতো ক্ষতির খাতায় নাম লেখাবে। এমনকি মুনাফার হিসাবে ভক্সওয়াগনেরও নিচে নেমে যেতে পারে।
এই অবস্থার জন্য ইয়েনের মূল্য হ্রাসকেও দায়ী করেছে টয়োটা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১