ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন থেকে ৫ হাজার ফুট নিচে পড়েও অলৌকিকভাবে জীবনরক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
প্লেন থেকে ৫ হাজার ফুট নিচে পড়েও অলৌকিকভাবে জীবনরক্ষা!

ঢাকা: স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে পাঁচ হাজার ফুট উঁচুতে থাকা প্লেন থেকে লাফ দেন এক নারী (৩০)। কিন্তু সেসময় তার প্যারাস্যুট কাজ করেনি। তবে এত উঁচু থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই নারী। এ ঘটনায় শুধু তার মেরুদণ্ডের কিছু হাড় ভেঙেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্প্রতি কানাডার কুইবেক প্রদেশের ট্রোইস রিভিয়ার্স শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে প্লেন থেকে লাফ দেন সেই নারী।

কিন্তু পরবর্তীতে দেখা যায়, তার প্যারাস্যুট কাজ করছে না। কাজ করেনি তার জরুরি ব্যাকআপ প্যারাস্যুটও। পরে তিনি একটি গাছের ওপর ঘণ্টায় ৩৭ মাইল বেগে আছড়ে পড়েন।  

ঘটনার প্রত্যক্ষদর্শী ড্যানিস ডিমারস রেডিও কানাডায় দেওয়া এক সাক্ষাতকারে বলেন, এটা অলৌকিক! এতো উঁচুতে অবস্থান করা প্লেন থেকে পড়ে কেউ বেঁচে যেতে পারে, আমি তা ভাবতেই পারি না।  

এদিকে ট্রোইস রিভিয়ার্সের পুলিশ জানিয়েছে, এটি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো অসচেতনতা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯ 
এইচজে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।