জাকার্তা: সাবেক উপনিবেশ ইন্দোনেশিয়ায় গণহত্যার দায় স্বীকার করে ইন্দোনেশীয়দের কাছে ক্ষমা চেয়েছে নেদারল্যান্ডস সরকার।
তৎকালীন ঔপনিবেশিক নেদারল্যান্ডস ১৯৪৭ সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কমপক্ষে ১৫০ জন নিরোপরাধ মানুষকে হত্যা করে।
শুক্রবার সেই গণহত্যার ৬৪তম বার্ষিকীতে ডাচ সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় ডাচ রাষ্ট্রদূত জিয়ার্দ ডি জোয়ান বলেছেন, ১৯৪৭ সালের ৯ ডিসেম্বর জাভা দ্বীপের রাওয়াগেদ গ্রামে সংঘটিত মর্মান্তিক ঘটনার জন্য তিনি ডাচ সরকারের পক্ষে ক্ষমা প্রার্থনা করছেন।
অনুষ্ঠানে উপস্থিত শতাধিক লোকের সামনে তিনি ক্ষমাপ্রার্থনার কথাগুলো ইন্দোনেশীয় ভাষায় পুনরাবৃত্তি করেন। এসময় নিহতদের আত্মীয়-স্বজনদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।
তিনি আরও বলেন, ওই ঘটনাকে পেছনে ফেলে উভয় দেশই ভবিষ্যতে সম্পর্ক জোরদার করবে এবং দুই দেশের মধ্যে উন্নয়নমূলক সহযোগিতা আরও বাড়বে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে ইন্দোনেশিয়ায় ডাচ সেনাবাহিনী দেশটির স্বাধীনতাকামীদের দমন করার জন্য জাভা দ্বীপের রাওয়াজেদ শহরের নিকটবর্তী একটি গ্রামে প্রবেশ করে। গ্রামের প্রাপ্তবয়স্ক পুরুষ এবং বালকদের তাদের পরিবারের সামনেই গুলি করে হত্যা করে তারা।
যদিও ডাচ সরকারের হিসাবে নিহতর সংখ্যা ১৫০ জন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে, সেদিন কমপক্ষে ৪৩১ জন মানুষ নিহত হয়।
এই গণহত্যার ঘটনায় গত সেপ্টেম্বর নেদাল্যান্ডসের দ্য হেগ শহরে একটি বেসামরিক আদালত এই হত্যাকাণ্ডের জন্য ডাচ সরকারকে অভিযুক্ত করে।
সাতজন বিধবা এবং বেঁচে যাওয়া এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় দেন এবং এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ডাচ সরকারের সমালোচনা করেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১