ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর বোমা হামলা

আন্তর্জতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, ডিসেম্বর ৯, ২০১১
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর বোমা হামলা

বেইরুত: লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে।

এই হমলায় পাঁচ জন ফরাসি সেনা এবং একজন বেসামরিক লোক আহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।



লেবাননের বন্দর নগরী টায়ারের বুর্জ আল শামালি এলাকায় শুক্রবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সেনাদের বহনকারী একটি গাড়ির কাছেই বোমা বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে,  বোমাটিকে রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল।

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউনিফিলের একজন মুখপাত্র জানিয়েছেন, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তারা এই ঘটনার তদন্ত করছেন।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তাৎক্ষণিকভাবে এই হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা শুধু ইউনিফিলকে উদ্দেশ্য করে নয় বরং লেবাননের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউনিফিলের সঙ্গে সম্পৃক্ততা বহাল অব্যাহত রাখতে ফ্রান্স দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ধরনের হামলার মুখে তারা পিছু হটবেন না।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।