ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, ডিসেম্বর ১০, ২০১১
সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৪৬

হোমস: সিরিয়ার শহর হোমসে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৪৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।


 
সিরিয়ার অন্তর্বর্তী পরিষদ জানায়, সেনাবাহিনী শহরের অন্তত ৬০টি স্থানে রোডব্লক করে রেখেছে। শহরের পশ্চিমাংশে কয়েক হাজার সেনাবাহিনী অবস্থান নিয়েছে বিক্ষোভ দমনে।
 
সিরিয়ার জাতীয় পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত সেনাবাহিনীর চালানো সবগুলো অভিযানের চেয়ে এটি বড় অভিযান। শুধুমাত্র হোমসেই শুক্রবার সেনাবাহিনীর হামলায় মারা যায় অন্তত ১৭ জন। এছাড়াও সিরিয়ার বিভিন্ন প্রান্তে মারা যায় আরও ২৯ জন। নিহতদের মধ্যে নারী-শিশু এবং সৈনিক রয়েছে।
 
এদিকে গত সপ্তাহে জাতিসংঘ দাবি করে, সিরিয়ার বিক্ষোভ পরবর্তী সময়ে চার হাজারেরও বেশি মানুষ সরকারি বাহিনীর হাতে মারা গিয়েছে। জাতিসংঘের এই বিবৃতির পর আরব লীগ, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়ন সিরিয়ার ওপর অবরোধ জারি করেছে।

তবে সিরিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ আরও দাবি করে, আসাদ সরকার শিয়া এবং সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।