ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে বস্তিতে পতন, শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ডিসেম্বর ১০, ২০১১
ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে বস্তিতে পতন, শিশুসহ নিহত ১১

ম্যানিলা: ফিলিপাইনের একটি বস্তির উপর শনিবার বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, চার আসনের একটি কার্গো বিমান হঠাৎ করেই বস্তির উপর আছড়ে পড়ে। এর পরই এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি ঘটেছে ম্যানিলা বিমানবন্দরের নিকটবর্তী একটি বস্তিতে।

ফিলিপাইনের ন্যাশনাল রেডক্রসের মহাসচিব গোয়েনডোলিং প্যাং জানান, উদ্ধারকর্মীরা অগ্নিদগ্ধ ও মৃত ৯ জন পূর্ণবয়স্ক, একটি শিশু এবং একটি নবজাতককে উদ্ধার করেছে।

তিনি আরও জানান, কমপক্ষে ৩০টি ঘর আগুনে পুড়ে গেছে।

বিমানের পাইলট এবং সহকারী পাইলটও মারা গেছে। বিমানটি স্থানীয় কোম্পানি বিচক্র্যাফটের এবং ম্যানিলা থেকে ছাড়ার মাত্র কয়েক মিনিটে মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

বিমানটিতে একটি ট্যাঙ্ক ভর্তি জ্বালানি তেল ছিল।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।