ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালির আয়কর দপ্তরে চিঠি বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, ডিসেম্বর ১০, ২০১১
ইতালির আয়কর দপ্তরে চিঠি বোমা বিস্ফোরণ

রোম: ইতালির আয়কর দপ্তরে এক চিঠি বোমা বিস্ফোরিত হয়েছে। শুক্রবারের এ বোমা বিস্ফোরনে সংস্থাটির প্রধান আহত হয়েছেন।


 
এই বোমা হামলার জন্য ইতালির নৈরাজ্যবাদী গ্রুপ দায়ী বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে ইতালি পুলিশ।
 
রোম পুলিশ কর্তৃপক্ষের মুখপাত্র জানায়, বোমাটি একটি হলুদ খামের মধ্যে ছিল। আর ওই চিঠিটি ছিল ইকুইটিলার আয়কর দপ্তরের প্রধান বরাবর।

পুলিশ আরও জানায়, কয়েক সপ্তাহ আগে ফ্রাঙ্কফুটেও এরকম একটি হামলা চালানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সেই পদক্ষেপ ভেস্তে যায়।

গত বছর বড়দিনকে সামনে রেখে রোম দূতাবাসে এক প্যাকেট বোমা পাঠানো হয়েছিল। সেসময় ওই বোমা পাঠানোর দায়িত্ব স্বীকার করে ‘ইনফরমাল অ্যানার্কিস্ট ফেডারেশন’ নামের একটি সংগঠন।
 
ইকুইটিলার আয়কর দপ্তরের মুখপাত্র অ্যাঞ্জেলো কোকো একটি বার্তা সংস্থাকে জানায়, আয়কর প্রধানের হাত এবং মুখ আঘাতপ্রাপ্ত হয়েছে। কম্পিউটারের কাছে রাখা খামটি বিস্ফোরিত হলে কম্পিউটারের মনিটরের কাচ এসে তার মুখে লাগে।

রোম পুলিশ প্রধান ফ্রান্সিসকো তাগিলেন্তে বলেন, ‘আমরা ঘটনা তদন্তে পদক্ষেপ গ্রহন করেছি। যতদ্রুত সম্ভব দোষিদের গ্রেপ্তার করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।