ব্রাজাভিল: কঙ্গোতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়লাভ করেছেন জোসেফ কাবিলা। নির্বাচনী ফলাফলে মোট ভোটের ৪৯ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়।
নির্বাচন কমিশন আরও জানায়, জোসেফ কাবিলা পেয়েছেন ৪৯ শতাংশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এতিয়েন শিসেকেদি পেয়েছেন ৩২ শতাংশ ভোট।
নিবর্চানী ফলাফল ঘোষণা পরবর্তীতে নির্বাচন কমিশনার ড্যানিয়েল গয় মুলুন্ডা দেশটির কর্তকর্তা এবং কূটনীতিকদের শান্ত থাকার আহবান করেন।
তবে জোসেফ কাবিলার প্রতিদ্বন্দ্বী এতিয়েন এই নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। এক সাক্ষাৎকারে এতিয়েন বলেন, ‘আমি এই ফলাফল প্রত্যাখ্যান করছি। এই নির্বাচনে কঙ্গোর জনগণের আকাঙ্খার প্রকাশ ঘটেনি। আজ থেকে আমি নিজেকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর নির্বাচিত প্রেসিডেন্ট মনে করছি। ’
নির্বাচনী ফলাফল ঘোষণা পরবর্তীতে দেশটির রাজধানীর বিভিন্ন অংশে বিক্ষুব্ধ জনতা জ্বালাও পোড়াও করছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিরোধী দলীয় সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। এসময় জনতা ‘দ্য পিপলস্ ফার্স্ট’ স্লোগান দিতে থাকে।
২৮ নভেম্বরের নির্বাচনই কঙ্গোর প্রথম সাধারণ নির্বাচন। ধরনা করা হয়েছিল এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে কয়েক দশক ধরে চলা অস্থিতিশীল অবস্থার নিরসন হবে। তবে নির্বাচন পরবর্তী অবস্থায় সেই অবস্থার আরও অবনতি ঘটতে পারে বলে মনে করছেন দেশটির রাজনীতি সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১