পেশোয়ার: পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনার খবর নিশ্চিত করেছে তালেবান। পাক তালেবানের ডেপুটি কমান্ডার মৌলভি ফকির মোহাম্মদ স্বীকার করেছেন, তারা পাক সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আফগানিস্তানের পতনের পর গত চার বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে তালেবান। এই প্রথম তারা সরকারের সঙ্গে সমাঝোতায় যাওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
পাকিস্তানের উপজাতী অধ্যুষিত বাজুর এলাকার কমান্ডার ফকির মোহাম্মদ বলেন, ‘আমাদের আলোচনা সঠিক পথেই এগুচ্ছে। ’
এই সমোঝাতা প্রচেষ্টা সফল হলে বাজুরেই একটি শান্তি চুক্তি সই হবে বলে জানান তিনি। এটা হলে সরকার এবং তালেবান পাকিস্তানের সোয়াত, মহমান্দ, অরাকজাই এবং দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকায় একটি সন্ধি চুক্তি করবে। এই পদক্ষেপে বাজুরই হবে রোল মডেল।
গত সেপ্টেম্বরের শেষের দিকে পাকিস্তান সরকার শান্তির শেষ সুযোগ হিসেবে নিজ ভূখণ্ডে জন্ম নেওয়া জঙ্গি গ্রুপগুলোকে আলোচনার প্রস্তাব দেয়।
তবে আসলেই এরকম কোনও আলোচনা তালেবানের সঙ্গে হয়েছে কি না সে ব্যাপারে পরিস্কার করে কিছু বলেনি পাক সরকার।
যুক্তরা্ষ্ট্রও এ আলোচনার ব্যাপারে ইতিবাচক ভূমিকা নিয়েছে। পাকিস্তানের তেহরিক-ই- তালেবানকে জঙ্গি গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করা সত্ত্বেও এ আলোচনার ব্যাপারে তারা কোনও আপত্তি করছে না।
মোহাম্মদ জানিয়েছেন, আন্তরিকতার প্রমাণ হিসেবে পাকিস্তান তাদের ১৪৫ জন সদস্যকে মুক্তি দিয়েছে। আর তারাও অস্ত্র বিরতির প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১