ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুতিন বিরোধী বিক্ষোভে অংশ নিতে জড়ো হচ্ছে জনতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ডিসেম্বর ১০, ২০১১
পুতিন বিরোধী বিক্ষোভে অংশ নিতে জড়ো হচ্ছে জনতা

মস্কো: পুন:নির্বাচনের দাবিতে শনিবার রাশিয়ার রাজধানী মস্কোতে প্রায় ত্রিশ হাজার জনতা ৠালিতে অংশগ্রহন করবে। আর গত ২০ বছরের মধ্যে রাশিয়াতে এটিই হবে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ।



সংসদীয় নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রায় ত্রিশ হাজার বিক্ষোভকারী জনতা দক্ষিণ ক্রেমলিন স্কয়ারে জড়ো হওয়ার কথা রয়েছে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ৠালি করে জমায়েত হচ্ছে জনতা।

বিক্ষোভকারীদের দাবি, রোববারের নির্বাচনী ফলাফলে ব্যাপক কারচুপি করা হয়েছে। যদিও নির্বাচনী ফলাফলে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সমর্থন অনেক কমে গেছে বলে দেখা যায়।
 
পুতিন বিরোধী বিক্ষোভ করার সময় কয়েকশ জনতাকে গত সপ্তাহে আটক করা হয়েছিল। মস্কো এবং সেন্ট পিটারর্সবুর্গ এলাকা থেকেই মূলত এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

শনিবারের এই ৠালিকে সামনে রেখে মস্কোকে অন্তত পঞ্চাশ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিরোধীরা আশা করছে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে কমপক্ষে ত্রিশ হাজার মানুষ জমায়েত হবে। স্থানীয় সময় বেলা দুইটায় স্বচ্ছ নির্বাচনের দাবি নিয়ে বিক্ষোভকারীরা প্রতিবাদ করবে।

বিক্ষোভকারীরা ইতোমধ্যেই দূরদুরান্ত থেকে মস্কোতে জড়ো হতে শুরু করেছে।

এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার জন্য আহবান জানানো হচ্ছে।

তবে বিক্ষোভ করার জন্য কর্তৃপক্ষ নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট  জায়গা ব্যতীত অন্য কোথাও বিক্ষোভ করলে কঠোর হস্তে তা দমন করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।

সর্বশেষ এক টুইট বার্তায় জানা যায়, মস্কোর নির্ধারিত স্থানে ইতোমধ্যেই বিক্ষুব্ধ জনতায় ভরে গিয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।