ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোটর সাইকেলে একাধিক আরোহী নিষিদ্ধ

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, ডিসেম্বর ১০, ২০১১
মোটর সাইকেলে একাধিক আরোহী নিষিদ্ধ

ঢাকা: মটর সাইকেলে একাধিক আরোহী নিষিদ্ধ করে সংসদে বিল পাস করেছে উত্তর আমেরিকার দেশ হন্ডুরাস।

মোটর সাইকেল আরোহী ভাড়াটে খুনীদের তৎপরতা বন্ধের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।



গত সপ্তাহে সংঘটিত দু’টি আলোচিত হত্যাকাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানায় সংশ্লিষ্টরা। ওই হত্যাকাণ্ড মোটর সাইকেল আরোহী বন্দুকধারীরা ঘটিয়েছে বলে জানা যায়।

হন্ডুরাসে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে টেলিফোনে আড়িপাতার পক্ষেও একটি আইন পাস করেছে দেশটির কংগ্রেস।  

তবে এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘিত হবে বলে অনেকে আশঙ্কা করেছে।

হন্ডুরাসে খুনের ঘট্না বিশ্বে সর্বাধিক। দেশটিতে বছরে প্রতি এক লাখে ৮২ জন মানুষ খুন হয়।

গত শুক্রবার হন্ডুরাসের সংসদ সদস্যরা মোটর সাইকেলে চালক ব্যতীত অতিরিক্ত যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি ডিক্রি জারির পক্ষে ভোট দেয়।

তবে এই নিষেধাজ্ঞা আগামী ছয় মাস কার্যকর থাকবে বলে জানান দেশটির বর্তমান প্রেসিডেন্ট পোরফিরিও লোবো।  

কংগ্রেসম্যান এরিক রদরিগেজ একটি স্থানীয় দৈনিকে বলেন, এই আইনটি দেশের জনগণের একটি অংশের ওপর নেতিবাচক প্রভাব ফেললে। কিন্তু ভাড়াটে খুনীদের প্রতিহত করার জন্যই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।