ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কর্মক্ষেত্রে ঘুম: চীনে ৫ কর্মকর্তা বরখাস্ত

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, ডিসেম্বর ১০, ২০১১
কর্মক্ষেত্রে ঘুম: চীনে ৫ কর্মকর্তা বরখাস্ত

বেইজিং: চীনে অলসতা প্রতিরোধের কর্মশালায় ঘুমিয়ে পড়ার দায়ে চাকরি হারিয়েছেন পাচঁজন সরকারি কর্মকর্তা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় অলসতা পরিহার বিষয়ক একটি ভিডিও সম্মেলন চলাকালে ঘুমানো এবং সংবাদপত্র পড়ার অপরাধে এই পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।



সিনহুয়া আরও জানায়, উত্তরাঞ্চলীয় সানসি প্রদেশের রাজস্ব বিভাগ কর্মক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলার ওপর একটি কর্মশালার আয়োজন করে। এতে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

ওই পাঁচ কর্মকর্তা সম্মেলন চলাকালীনই ঘুমিয়ে পড়ে এবং কেউ কেউ পত্রিকা পাঠে লিপ্ত হয়। তারা জানত না যে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে তাদের কতদিনের জন্য বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

অফিস চলাকালীন কর্মক্ষেত্র ত্যাগ না করা, মোবাইল বা কম্পিউটারে গেমস না খেলা অথবা বিনোদনমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া ইত্যাদি সরকারি বাধ্যবাধকতাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

সম্প্রতি চীনের জনপ্রিয় মাইক্রোব্লগ সাইটগুলোয় অলস এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কার্যকলাপের অসংখ্য গল্প প্রচারিত হওয়ায় জনগণ তাদের ওপর ক্ষুব্ধ।

এর প্রেক্ষিতে চীন সরকার কর্মকর্তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে উদ্বুব্ধ করার উদ্যোগ হাত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।