ঢাকা: মার্কিন বিমান বাহিনীর চলে যাওয়ার পর পাকিস্তানের শামসি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে পাক সেনারা।
রোববার লন্ডন ভিত্তিক সংবাদপত্র নিউজ ট্রাইব এ খবর প্রকাশ করেছে।
ওই সংবাদপত্রে বলা হয়, ‘৫১ জন মার্কিন সেনা বিমানঘাঁটি ছেড়ে গেছে এবং তাদের মালপত্র্র আফগানিস্তানে পাঠানো হয়েছে। এরপর এফসি (ফ্রন্টিয়ার কোর)ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়েছে। ’
গত ২৬ নভেম্বর পাকিস্তানের মোহমান্দ আদিবাসী এলাকায় সেনা তল্লাশিচৌকিতে ন্যাটোর বিমান হামলায় অন্তত ২৪ জন পাক সেনা নিহত হয়। এরপর ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে ১৫ দিনের সময় বেঁধে দেয় বিমানঘাঁটি থেকে চলে যাওয়ার জন্য। এ নিয়ে দুই দেশের সম্পর্কের মারাত্মক অবনতি হয়।
হামলার পরপরই পাকিস্তানি সরকার আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের পথও বন্ধ করে দেয়। পাকিস্তানের খাইবার গিরি ও তোরহাম সীমান্ত এলাকা রসদ পাঠানোর রুট হিসেবে ব্যবহার করে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১