ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘আমরা বিপ্লব চাইনা, চাই অবাধ নির্বাচন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ডিসেম্বর ১১, ২০১১
‘আমরা বিপ্লব চাইনা, চাই অবাধ নির্বাচন’

মস্কো: অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাইছে রাশিয়ার পুতিন বিরোধী বিক্ষোভকারীরা। মস্কোর বলোতানিয়া স্কয়ারে ত্রিশ হাজারেরও বেশি বিক্ষুব্ধ জনতা এমনটিই দাবি জানায় গতকাল।


 
রাশিয়ায় নিবাসী একজন আন্তর্জাতিক আইনজীবি অ্যালেক্সি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমি এর আগে কখনও প্রতিবাদ সভায় অংশগ্রহন করিনি। আমি স্রেফ রাশিয়ার একজন নাগরিক। আমি কোনো রাজনৈতিক কর্মী নই। ’

তিনি আরও বলেন, ‘আমি অথবা আমরা বন্ধুরা কেউই ইউনাইটেড রাশিয়াকে ভোট দেইনি। আমি নিজে কাউকে এই পার্টিকে ভোট দিতে শুনিনি। কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর একঅর্থে আমরা অবাকই হলাম। আমরা বিপ্লব চাই না, তবে চাই রাশিয়ায় অবাধ নির্বাচন হোক। ’
 
শনিবারের বিক্ষোভে পুলিশ বলছে, মস্কোতে প‍ঁচিশ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছিল। কিন্তু বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে বিক্ষোভকারী জনতার সংখ্যা কমবেশি আশি হাজারের কাছাকাছি।
 
লেখক দিমিত্রি গুলখোভস্কি বলেন, এবারই প্রথম আমি ভোট দিয়েছি। আমি আমার দেশের লক্ষ্য নির্ধারনে সহায়তা করতে চাই। আমি ভোট দিয়েছি। কিন্তু আমার ভোট চুরি হয়ে গেছে। ’
 
বিক্ষুব্ধ জনতার মধ্যে থেকে তামারা মামেদোভা বলেন, ‘আমরা শুধুমাত্র অবাধ নির্বাচন চাই। এর বেশি কিছু চাইছি না। আমরা বিপ্লব চাই না। আমাদের অধিকার ফিরে পাওয়াই আমাদের মূল দাবি। ’

রাশিয়ার এই শীতকালীন আন্দোলন মধ্যপ্রাচ্যের আরব বসন্তের মতো নয় বলেও অনেক প্রতিবাদকারী জানান।
 
মামেদোভা আরও বলেন, আমি নিজেকে এখন আর একা মনে করছি না। আমরা এখন একটা ইউনিয়ন। আমি বিশ্বাস করি আমরা সম্মিলিতভাবে কিছু করতে পারি। আমরাই পারি রাশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।