হারারে: প্রেসিডেন্ট পদ থেকে অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের। অবসরে গেলে তা হবে কাপুরোষোচিত ব্যাপার বলেও জানান মুগাবে।
মুগাবে আরও বলেন, ‘কিছু সময় আসে যখন অবসর নিতে হয়। কিন্তু আমার এখনও সেই সময় আসেনি। পশ্চিমারা অবরোধ জারি করলো আর অমনি আমি অবসর নিলাম, এটা হলো একপ্রকার কাপুরোষোচতা। আমি কাপুরুষ নই। পশ্চিম যা বলে তাতে কিছু আসে যায় না। ’
তিনি আরও বলেন, ‘আমি খুবই ভাগ্যবান। কারণ আমি অন্যদের চেয়ে বেশিদিন আপনাদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি। আমি আপনাদের হতাশ করতে পারি না। ’
মুগাবে ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের রাষ্ট্রক্ষমতায় আছেন। তার দলের নাম জেডএএনইউ-পিএফ।
নিজ দলীয় সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘প্রতিটি প্রদেশেই স্বার্থান্বেষী গোষ্ঠি রয়েছে। আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না। কিন্তু আগামী নির্বাচনে সবাইকে একযোগে কাজ করতে হবে নির্বাচনে জেতার জন্য। এখন আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। আমি আপনাদের হয়ে কাজ করার জন্য প্রানান্ত চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১