ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডারবান সম্মেলন: নতুন জলবায়ু চুক্তিতে সম্মত

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ডিসেম্বর ১১, ২০১১
ডারবান সম্মেলন: নতুন জলবায়ু চুক্তিতে সম্মত

ডারবান: দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আগামী ২০২০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিৎসরণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে একটি অভিন্ন আইনি বাধ্যবাধকতার চূড়ান্ত রুপরেখা প্রণয়নে সবাই একমত হয়েছে।

আগামী দশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের জন্য একটি অভিন্ন চুক্তির ঘোষণা দিয়েছেন জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সভাপতি মাইতে এনকোয়ানা।



জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবীর সব দেশের জন্য  একটি নতুন  পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সম্মেলনে অংশ নেওয়া ১৯৪টি দেশ গত শনিবার পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পারেনি। তবে বর্ধিত সময়ে রোববার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব দেশকে একটা আইনি বাধ্যবাধকাতার মধ্যে আনার ব্যাপারে আলোচনা শুরু করতে একমত হয়েছে।

এই চুক্তিটি নিয়ে আগামী বছর আলোচনা শুরু হবে। অনুমোদিত হবে ২০১৫ সালের শেষ নাগাদ এবং ২০২০ সালের মধ্যে কার্যকর হবে।

তবে পরিকল্পনার মূল উপাদান এবং কর্মপদ্ধতির শর্তাবলী নির্ধারণ করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে এবং এই কাজে সহজে ঐকমত্য হওয়া সম্ভব হবে না বলে  মত প্রকাশ করেছে পর্যবেক্ষকরা।

চুক্তির অমীমাংসিত ব্যাপারগুলোর মধ্যে অন্যতম হল- সব দেশকে একটি অভিন্ন আইনি বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং ধনী এবং গরীব রাষ্ট্রগুলোর মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের আনুপাতিক হার নির্ধারণ।

তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন, প্রস্তাবিত এই বাধ্যবাধকতার আইনি অবস্থান কি এবং ধনী ও গরীব দেশের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ মাত্রার অনুপাতই বা কি হবে এগুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি।
 
এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন সম্মেলনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি টড স্টার্ন। তবে এই চুক্তির সব ধারার সঙ্গে সম্ভবত কোনও সদস্যই একমত হবে না বলে মনে করেন তিনি।
 
১৯৯৭ সালের কিয়োটো চুক্তি অনুযায়ী বর্তমানে শুধু শিল্পোন্নত দেশগুলো গ্রিন হাউজ নিঃসরণ হারের নির্দিষ্ট সীমা আইনগতভাবে মেনে চলতে বাধ্য। তাদের এই বাধ্যবাধকতা আগামী বছর শেষ হবে। তবে রোববারের সিদ্ধান্তের আওতায় এই পুরনো চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হবে।

তবে আশার কথা হচ্ছে, এবারই প্রথম চীন এবং ভারতসহ বিশ্বে অন্যসব বৃহৎ নিঃসরণকারী দেশগুলো নতুন এই চুক্তির আওতায় একই আইনি বাধ্যবাধকতার কাঠামোয় আসবে।

শুরু হওয়ার ১২ দিন পর গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় এবং একটি নতুন চুক্তির সম্ভাবনায় রোববার প্রথম প্রহর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।