প্যারিস: দীর্ঘ বাইশ বছর পর নিজ দেশে ফিরছেন পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগা। এতোদিন ফ্রান্সের কারাগারে আটক থাকার পর পানামার কাছে তাকে প্রত্যর্পণ করা হচ্ছে।
নিজ দেশের কারাগারের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে রোববার তার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। সন্ধ্যার দিকে তার পানামায় পৌঁছানোর কথা।
এদিন সকালের দিকে নরিয়েগাকে বহনকারী বিমানটি ফ্রান্সের ওরলি বিমানবন্দর থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে রওয়ানা হয়েছে। মাদ্রিদ থেকে আরেকটি বিমানে করে তাকে পানামায় আনা হবে।
ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি, চোরাচালান এবং হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি কারাগারে ২০ বছর বন্দি থাকার পর ২ বছর আগে তাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের লা সান্তা কারাগারে স্থানান্তর করা হয়।
পানামায় ফিরে এখন তাকে দুর্নীতির মামলায় কারাভোগ করতে হবে।
বর্তমানে ৭৭ বছর বয়স্ক সাবেক সামরিক শাসক নরিয়েগা ১৯৮৩ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পানামার একনায়ক ছিলেন। তার শাসনামলে হত্যা, নির্যাতন এবং দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠে।
নরিয়েগা যুক্তরাষ্ট্রের মদদে ক্ষমতায় গেলেও পরে তাদের সঙ্গে মতবিরোধ হয়। এসময়ই সেনাবাহিনী পাঠিয়ে তাকে আটক করে নিয়ে গিয়ে কারাগারে আটকে রাখে যুক্তরাষ্ট্র।
ধারণা করা হচ্ছে, রাজধানী পানামা সিটির বিমান বন্দরে অবতরণের পরপরই নরিয়েগাকে হেলিকপ্টারে করে পানামা খালের পাশে অবস্থিত এল রেনেসার কারাগারে নিয়ে যাওয়া হবে।
ম্যানুয়েল নরিয়েগা ফ্রান্সের কারাগারে ছিলেন অর্থ পাচারের অভিযোগে । এর আগে মাদক চোরাচালানের অভিযোগে যুক্তরাষ্ট্রে তাকে ১৭ বছর জেল খাটতে হয়।
১৯৮০ সালে দুইজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যার দায়ে তাকে পানামার আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১