দামেস্ক : সিরিয়ায় বিরোধী দল স্থানীয় ডেমোক্র্যাটিক কমিটির (এলসিসি) ডাকা রোববারের সাধারণ ধর্মঘট চলাকালে সেনাবাহিনী ও বিরোধীদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ১১ জনই দেশটির হোমস এবং হামা শহরের বাসিন্দা বলে জানিয়েছে দলটি।
সিরিয়ার মানবাধিকার সংস্থার একটি পর্যবেক্ষণ রির্পোটে বলা হয়, সেনাবাহিনী এবং বিরোধীদের মধ্যে সংর্ঘষে উত্তর ইদলিব প্রদেশে আরো দুজন মারা গেছে।
তবে সিরিয়ার সংবাদ সংস্থা সানা বলেছে,নিহতরা একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্য।
জাতিসংঘের তথ্য অনুযায়ী গত নয় মাসের এই সংঘর্ষে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে সিরিয়ায়। এদের মধ্যে ৩০৭ জনই নারী এবং শিশু।
সিরিয়ার এই অস্থিরতা যেন বাইরে ছড়িয়ে না পড়ে সে জন্য সিরিয়া বাইরের মিডিয়ার উপর ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছে।
বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১