বেইজিং : আন্তর্জাতিক বাণিজ্য উন্নতির জন্য চীনের প্রধানমন্ত্রী হু জিনতাও আমদানি বৃদ্ধির অঙ্গীকার করেছেন।
বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগ দেওয়ার দশম বার্ষিকী উদযাপনে তিনি জানান, চীন আগামি পাঁচ বছরে তার বার্ষিক আমদানি আট ট্রিলিয়ন ডলার বৃদ্ধি করবে।
গত বছরে চীন বাইরে থেকে কেবল ১.৩৯ ট্রিলয়ন ডলারের পণ্য ক্রয় করেছিল।
দেশটির শুল্ক বিভাগের হিসেব অনুযায়ী অক্টোবর থেকে চীনের বৃহত্তম ব্যাবসায়ী অংশীদার ইউরোপের সঙ্গে তাদের ব্যবসা কমে এসেছে। এদিকে নভেম্বরে চীনের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ যেখানে আমদানি বেড়েছে ২২ শতাংশ।
ইউরোপ এবং অমেরিকার অর্থনৈতিক সঙ্কটের কারণে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে চীনের উপর এর প্রভাব পড়বে। যার ফলে চীনের আভ্যন্তরীণ ব্যায় সংকোচন করতে হবে।
রোববার প্রধানমন্ত্রী আরও জানান, বেইজিং তার বাণিজ্য নীতিতে সমতা আনার চেষ্টা করছে যা বিশ্বে অন্যান দেশের জন্য সুযোগ তৈরি করবে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১