ইসলামাবাদ: তালেবানদের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই এবিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন।
পাকিস্তানি তালেবানদের ভারপ্রাপ্ত কমান্ডার বলেন, দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে। আর এই আলোচনা পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে আগুন ধরাতে পারে।
কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক তালেবানদের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছেন।
গিলানি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘তাদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। কিন্তু তার আগে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং সহিংসতা বন্ধ করতে হবে। ’
তবে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান সরকার নিজেই তালেবানদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিল।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১