ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবানদের সঙ্গে আলোচনা করার কথা অস্বীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, ডিসেম্বর ১২, ২০১১
তালেবানদের সঙ্গে আলোচনা করার কথা অস্বীকার পাকিস্তানের

ইসলামাবাদ: তালেবানদের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই এবিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন।

জঙ্গীরা অস্ত্র সমর্পন করার পরেই একমাত্র তাদের সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানায় পাকিস্তান কর্তৃপক্ষ।
 
পাকিস্তানি তালেবানদের ভারপ্রাপ্ত কমান্ডার বলেন, দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে। আর এই আলোচনা পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে আগুন ধরাতে পারে।
 
কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক তালেবানদের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছেন।
 
গিলানি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘তাদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। কিন্তু তার আগে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং সহিংসতা বন্ধ করতে হবে। ’
 
তবে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান সরকার নিজেই তালেবানদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।