মস্কো: রাশিয়ার নির্বাচন পরবর্তীতে ভোট জালিয়াতি প্রশ্নে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে জয়লাভ করে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া।
গত ১০ ডিসেম্বর রাশিয়ার বিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়। এতে অন্তত আশি হাজার মানুষ জমায়েত হয়।
পুতিনের বিরুদ্ধে এই গণ প্রতিবাদের পরই প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভোট জালিয়াতির অভিযোগকে খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মেদভেদেভ বলেন, নিজেদের অবস্থান পরিষ্কার করার অধিকার জনগণের রয়েছে। আর তারা তাই করেছে। আমি ওই প্রতিবাদকারীদের কোনো স্লোগান এবং বক্তব্যের সমর্থন করি না। তবে আমি তাদের দাবি অনুয়ায়ী ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১