ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শতবছর পূর্তি হলো দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, ডিসেম্বর ১২, ২০১১
শতবছর পূর্তি হলো দিল্লির

নয়াদিল্লি: মুঘলসহ কয়েকটি সাম্রাজ্যের রাজনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীর নাম দিল্লি। ঐতিহ্যবাহী এই শহর রাজধানী হওয়ার পর আজ সোমবার পা দিলো শত বছরে।



১৯১১ সালের ডিসেম্বরের ১২ তারিখ ব্রিটিশ রাজ দিল্লিকে রাজধানী হিসেবে ঘোষণা করেন। এর আগে ভারতের রাজধানী ছিল কলকাতা। রাজধানী কলকাতা থেকে সড়িয়ে দিল্লিতে নিয়ে যান ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ।
 
দিল্লির এই শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে দিল্লি সরকার এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।

এ উপলক্ষ্যে মূখ্যমন্ত্রী শিলা দিক্ষীত দিল্লির সাতটি শহরের ওপর লিখিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।