সিউল: দক্ষিণ কোরিয়ান জলসীমায় চীনা জেলেদের হামলায় একজন দক্ষিন কোরীয় উপকূল রক্ষী নিহত এবং অপর একজন মারাত্মক আহত হয়েছেন।
সোমবার দক্ষিণ কোরীয় জলসীমায় অবৈধভাবে মৎস শিকাররত চীনা জেলে নৌকাকে দক্ষিন কোরীয় কোষ্টগার্ড চ্যালেঞ্জ করলে চীনা জেলেরা তাদের ওপর হামলা চালায় বলে জানায় দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরীয় কোষ্টগার্ড একটি সংবাদমাধ্যমকে জানায়, পীত সাগরের দক্ষিণ কোরীয় অংশে দুটি চীনা মাছ ধরার নৌকা অনুপ্রবেশ করে। তাদের টহল নৌযান সেগুলোর গতিরোধ করে এর আরোহীদের আটকের চেষ্টা করে। এসময় জেলেরা কোষ্টগার্ড সদস্যদের ওপর হামলা চালায়। তাদের পিটুনীতে একজন কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হয় বলেও তারা জানায়।
পীত সাগরের এই এলাকা বিভিন্ন প্রকারের সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ।
কোষ্টগার্ডের অফিসাররা একটি নৌকায় উঠে নৌকার আরোহীদের গ্রেপ্তার করার সময় অপর নৌকাটি এটিকে ধাক্কা দেয় এবং একই সঙ্গে চীনা জেলেরা কর্মকর্তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।
বিগত ৪ বছরে সাগরে কর্তব্য পালনরত অবস্থায় এটি হল দক্ষিণ কোরীয় উপকূলরক্ষী কর্মকর্তার মৃত্যুর দ্বিতীয় ঘটনা।