ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে জেল ভেঙে আল কায়েদা সদস্যদের পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, ডিসেম্বর ১২, ২০১১
ইয়েমেনে জেল ভেঙে আল কায়েদা সদস্যদের পলায়ন

সানা: ইয়েমেনে কারাগার ভেঙে জঙ্গি সংগঠন আল কায়েদার ১২ জন সদস্য পালিয়ে গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনের কেন্দ্রীয় কারাগারে এসব জঙ্গি আটক ছিল বলে জানায় কর্তৃপক্ষ।


 
সোমবার কারাগার কর্র্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানায়, কারাগারের দেয়ালের নিচ দিয়ে সুরঙ্গ খুঁড়ে কারাবন্দী আল কায়দার ১২ জন সদস্য পালিয়ে গেছে।

পলাতক জঙ্গিদের বিরুদ্ধে ব্যাংক লুট এবং নিরাপত্তা কর্মীদের হত্যা করার অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছিল বলে জানায় সংবাদ মাধ্যমকে জানায় কর্মকর্তারা।

গত জুনে আল কায়েদা জঙ্গিরা দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহর মুকাল্লার কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে সেখানে আটক  কয়েক ডজন বন্দীকে মুক্ত করে।

ইয়েমেনের বিভিন্ন অংশে আল কায়েদা যোদ্ধাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী সর্বাত্মক লড়াইয়ে লিপ্ত রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিকে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করতে হচ্ছে।

ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে আল কায়েদা যোদ্ধাদের সবথেকে ভয়ঙ্কর লড়াই সংঘটিত হয় দেশটির আবইয়ান প্রদেশের রাজধানী জিনজিবারে। ধারণা করা হচ্ছে, প্রদেশটির অনেক শহর এখন আল কায়দার নিয়ন্ত্রাণে।

জাতিসংঘের দাবী, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে আল কায়দা যোদ্ধাদের চলমান সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার সাধারণ ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।