প্যারিস: ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, শুক্রবারের ইউরো চুক্তিতে ব্রিটেনের অসম্মতির মধ্য দিয়ে ইউরোপ পরিষ্কারভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
গত সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত নতুন ইইউ চুক্তিতে ব্রিটেনকে সম্মত করানোর জন্য তিনি এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল সম্ভাব্য সব প্রচেষ্টা করেছিলেন বলে দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানান ফরাসী প্রেসিডেন্ট।
তবে, ব্রিটেনের এখন এই ‘অভিন্ন ইউরোপীয় বাজারে’ অবস্থান করা আইনসঙ্গত কি না সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি ব্রিটেনের থাকাকেই আবশ্যক বলে মন্তব্য করেন।
সারকোজি বলেন, একক ইউরোপ হিসেবে কার্যকর হতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আরও একতাবদ্ধ হতে হবে। এই জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলো মূলত ‘একক বাজার ব্যবস্থা’র কারণেই এতে অন্তর্ভুক্ত হয়েছে বলেও তিনি জানান।
গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় নেতারা একক মূদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বন্ধন আরও জোরদার করতে সম্মত হয়ে একটি সিদ্ধান্তে উপনীত হন। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সংস্থাটি অর্থনৈতিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ দেশগুলোর ওপর বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা অর্জন করে। তবে ব্রিটেন এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে চুক্তিতে সই করেনি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১