আটলান্টা: বিশ্বজুড়ে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলার প্রস্তুত প্রণালীর গোপন ফর্মুলার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে ফর্মুলাটি আটলান্টার একটি সুরক্ষিত ভল্টে স্থানান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার এই নতুন ভল্টের ছবি প্রকাশ করেছে কোকাকোলা কোম্পানি। কোকাকোলার তীর্থস্থান তুল্য জাদুঘর ওয়ার্ল্ড অব কোকাকোলার প্রচারণার অংশ হিসেবে এটি দেখানো হয়।
বিখ্যাত এবং জনপ্রিয় পানীয়টির প্রস্তুত প্রণালীর গোপন দলিল এখন একটি ইস্পাতের ভল্টে সুরক্ষিত।
১২৫ বছর আগে প্রথম যখন কোকাকোলার উদ্ভাবন হয় তখন থেকেই এর প্রস্তুত প্রণালী একটি ব্যবসায়ীক গোপনীয়তা হিসেবে রক্ষিত। এই প্রস্তুত প্রণালী এবং যে ক’জন এটা জানেন তাদের নিয়ে নানা গাল-গল্পও প্রচলিত হয়ে গেছে।
ধারণা করা হয়, মাত্র দু’জন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই গোপন প্রস্তুত প্রণালী জানেন। এই দুই ব্যক্তিকে কখনও একসঙ্গে একই বিমানে করে ভ্রমণ করতে দেওয়া হয় না। আর যদি দুর্ভাগ্যক্রমে বিমানটি বিধ্বস্ত হয় তাহলে ওই ব্যক্তির কবরে গোপন ফর্মুলাটিও রাখা হবে।
বেভারেজ ডাইজেস্টের দেওয়া খবরে জানা যাচ্ছে, গোপন ফর্মুলাটি আটলান্টার সানট্রাস্ট ব্যাংকের ভল্ট থেকে সরানো হয়েছে।
প্রসঙ্গত, এ বছরের প্রথম দিকে শিকাগোর একটি সাপ্তাহিক রেডিও শো ‘দিস আমেরিকান লাইফ’ এ দাবি করা হয়েছিল, তারা কোকাকোলার প্রস্তুত প্রণালী জেনে ফেলেছে। ১৯৭৯ সালে আটলান্টা জার্নালে সিরকা তৈরির একটি রেসিপি থেকে তারা কোকাকোলা প্রস্তুত প্রণালীর গোপন সূত্র উদ্ধার করতে পেরেছেন বলে দাবি করা হয়।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১