ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুতিনকে রুশ বিলিয়নেয়ারের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৭, ডিসেম্বর ১৩, ২০১১
পুতিনকে রুশ বিলিয়নেয়ারের চ্যালেঞ্জ

মস্কো: রাশিয়ার বিলিয়নেয়ার ব্যবসায়ী মিখাইল প্রোখোরভ বলেছেন, আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করবেন।

একে জীবনের সবচে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন প্রোখোরভ।



সংসদের নিম্নকক্ষ দুমার নির্বাচনে অনিয়ম এবং ভোট জালিয়াতির প্রতিবাদে গত শনিবার রাশিয়াতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। কমিউনিস্ট বিপ্লবের পর এই প্রথম এতো বড় আকারের প্রতিবাদ-বিক্ষোভ হল দেশটিতে।

এই নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া দুমায় সংখ্যা গরিষ্ঠতা পেলেও ভোট গণনায় দেখা যাচ্ছে, এই দলের জনপ্রিয়তা ভয়াবহ রকম কমে গেছে।

গত সোমবার একটি সংবাদ সম্মেলনে প্রোখোরভ বলেন, ‘আমার জীবনের সবচে ভয়ানক সিদ্ধান্তটি আমি নিলাম। আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ’

তবে তার নির্বাচনী প্রচারণায় শুধু পুতিনের সমালোচনা বেশি গুরুত্ব পাবে না বলে জানান তিনি। তিনি বলেন, ‘সমালোচনা ১০ শতাংশের বেশি সমর্থন তৈরি করতে পারে না। আমি যা করতে চাই, তাইই জনগণকে স্পষ্ট করে বলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।