ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, ডিসেম্বর ১৩, ২০১১
সিরিয়ায় মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে

দামেস্ক : সম্প্রতি সিরিয়ার বিক্ষোভে মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেছে বলে জাতিসংঘের শীর্ষস্থানীয় এক মানবাধিকার কর্মী জানিয়েছেন।

এই শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী নাভি পিল্লি নিরাপত্তা কমিশনের এক সম্মেলনে বলেন, ‘সরকার বিরোধী এই সংঘর্ষ চলাকালে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১২ হাজার ৪০০ জনের মত মানুষ অন্য দেশে পালিয়ে গেছে’।



মিস পিল্লির এই হিসাবকে অবাস্তব বলে মৃতের এই সংখ্যাকে প্রত্যাখান করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ায় রাষ্ট্রদূত বাশার জাফারি।

সিরিয়ার সরকার বিরোধী এক কর্মী জানান, সোমবারের সংঘর্ষে কমপক্ষে ২০ জন মারা গেছে।

সহিংসতার কারণে খুব কম লোকই মনে করেন যে সেখানে ভোট হয়েছিল। যদিও কর্তৃপক্ষের দাবি ভোট অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে কিন্তু বিরোধীরা এ নির্বাচন বয়কট করে এবং ধর্মঘটের ডাক দেয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দাবি ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। কিন্তু তুরষ্কের প্রতিবেশি বিবিসি’র প্রতিনিধি জনাথন হেড বলেন, ‘বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুব কম ছিল। এমনকি অনেকে ভোটই দেননি’।

নাভি পিল্লি সিরিয়ার এই অবস্থাকে অসহনিয় বলে আখ্যা দিয়ে বলেন, মানবতার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবেই করা হচ্ছে।

তার ধারণা অনুযায়ী সংষর্ষে ৫,০০০ জনের বেশি মানুষ মারা গেছে যাদের মধ্যে নিরাপত্তাকর্মীরা অন্তর্ভুক্ত নয়।

এদিকে সিরিয়ার সরকার জানিয়েছে যে, এই সংঘর্ষে কমপক্ষে ১,০০০ জন পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।