ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এশিয়ায় কম্পিউটার চিপ তৈরিতে ধ্বস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, ডিসেম্বর ১৩, ২০১১
এশিয়ায় কম্পিউটার চিপ তৈরিতে ধ্বস

ঢাকা: বিশ্বখ্যাত ইন্টেল কোম্পানি তার মুনাফার হিসেব কমিয়ে আনার কারণে মঙ্গলবার এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে কম্পিউটার চিপ তৈরি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে গেছে।

বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ইন্টেল কোম্পানি সোমবার জানায়, হার্ড ডিস্ক ড্রাইভের উৎপাদন কমে যাওয়ার কারণে এমনটি হয়েছে।

মূলত থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় এর উৎপাদন কমে যায়।

এ কারণে দেখা যায়, দক্ষিণ কোরিয়া ভিত্তিক স্যামসাং কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় ১.২৯ শতাংশ। হাইনেক্স সেমিকন্ডাকটরের দাম কমে ২.০২ শতাংশ। অন্যদিকে জাপানে সেমিকন্ডাকটরের শেয়ারের দাম কমে ২-৩ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বড় চিপ তৈরিকারক প্রতিষ্ঠান হওয়ার কারণে এর কার্যক্রম অনেক বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ ।

প্রযুক্তি এবং ভারি শিল্প তৈরির ক্ষেত্রে থাইল্যান্ড একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কম্পউটার ‍চিপ তৈরির ক্ষেত্রেও থাইল্যান্ড এগিয়ে। এই দেশটিতে ভয়াবহ বন্যার কারণে বিশ্বে গাড়ি ও ব্যক্তিগত ব্যবহার্য কম্পিউটার তৈরিতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

ইন্টেলের পক্ষ থেকে বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভের উৎপাদন কমে যাওয়ায় এর প্রধান ক্রেতা, কম্পিউটার উৎপাদনকারি সবাই তাদের অর্ডার কমিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।