বেইজিং: চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলগামী ১৫ শিশু নিহত এবং অপর ৮ শিশু আহত হয়েছে।
সোমবার রাতে চীনে জিয়াংসু প্রদেশের উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় স্কুলপড়ুয়া শিশুদের বাসের চালক, পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ¦বর্তী একটি খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় জিয়াংসুর প্রাদেশিক সরকার।
দুর্ঘটনায় ১৫টি শিশু নিহত হয় এবং অপর ৮ শিশু আহত হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্র্র্তৃপক্ষ।
শিশু ভর্তি বাসটির চালক একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় বলে জানায় চীনা সংবাদ মাধ্যম।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, দুর্ঘটনার সময় ৫২ আসন বিশিস্ট বাসটিতে ২৯টি শিশু ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, দুর্ঘটনাস্থল রাস্তার পাশের খাদটি মূলত একটি দুই মিটার প্রস্থ সেচ কাজে ব্যবহৃত অগভীর খাল।
দূর্ঘটনার পরপরই পার্শ্ববর্তী একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানার শ্রমিকেরা প্রচণ্ড ঠাণ্ডা পানিতে নিমজ্জিত শিশুদের উদ্ধারের জন্য খালে ঝাঁপিয়ে পড়ে।
স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগের প্রধান বলেন, বেশিরভাগ শিশুই পানিতে ডুবে মারা গেছে।
এদিকে স্কুলগামী শিশুদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য চীনের কেন্দ্রীয় সরকার একটি নির্দেশনা জারি করেছে।
এছাড়া সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনাকে প্রতিরোধ করার জন্য চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ঘোষণা করেন, স্কুলগুলোর পুরনো বাসগুলোকে আধুনিকায়নের খরচ কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার বহন করবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১