ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ড্রোন ফেরত দিতে ওবামার দাবি প্রত্যাখ্যান ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, ডিসেম্বর ১৩, ২০১১
ড্রোন ফেরত দিতে ওবামার দাবি প্রত্যাখ্যান ইরানের

তেহরান: ইরানের হাতে আটক ড্রোন ফিরিয়ে দেওয়ার মার্কিন দাবিকে উড়িয়ে দিয়েছে ইরানি সরকার। বরং ইরানের আকাশসীমা অবৈধভাবে লঙ্ঘনেরর অভিযোগে যুক্তরাষ্ট্রকেই ক্ষমা চাইতে বলেছে তেহরান।



মঙ্গলবার ইরানি সরকারের মূখপাত্র রামিন মেহমানপারাস্ত সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র তার অপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া বাদ দিয়ে এখন এরকম দাবি করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই বুঝতে হবে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের ফলে বিশ্বের নিরাপত্তা এবং শান্তি হুমকির মূখে পড়তে পারতে। ’

গত সপ্তাহে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) ইরানের সামরিক বাহিনী ভূপাতিত করে।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ইরানের প্রতি ড্রোন ফিরিয়ে দেওয়ার আহবান  জানান। এসময় তিনি ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বসেছিলেন।

ওবামা বলেন, ‘আমরা এটা ফিরিয়ে দিতে বলেছি, আমরা এখন দেখব ইরান কী জবাব দেয়। ’

ওবামার আহ্বানের জবাবে ইরানের সরকারের ওই মুখপাত্র মার্কিন দাবি নাকচ করে অবৈধভাবে দেশটির আকাশসীমা লঙ্ঘনেরর দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনেজাদ ভেনিজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইরান ড্রোনটির নির্মাণকৌশল বিশ্লেষণ করে দেখছে। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।