ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডলারের বিপরিতে ইউরোর দাম পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, ডিসেম্বর ১৪, ২০১১
ডলারের বিপরিতে ইউরোর দাম পড়েছে

ঢাকা : চলতি বছরের জানুয়ারির পর থেকে গত ১১ মাসে এই প্রথম ডলারের বিপরিতে ইউরোর দাম কমেছে।

জানুয়ারি থেকে এত মাস পর ইউরোর দাম কমে দাঁড়িয়েছে ১.৩১ ডলার।

ইংল্যান্ডের পাউন্ডের বিপরীতে ইউরোর ক্রয়মূল্য ছিল ৮৪.২০ পেনি।

এর আগে গত সপ্তাহে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য বাদে ২৬ থেকে ২৭টি সদস্য দেশ নতুন অর্থনৈতিক নিয়মের অন্তর্ভুক্ত হয়েছে।

ইউরোপের যে সব দেশ নতুন এই অর্থনৈতিক বাজেটের অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ দেশই চলমান অর্থনৈতিক সংকট কাটাতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছে।

শঙ্কার কারণ হিসেবে দেখা যায়, দিনশেষে যেখানে ইউরোপের দেশ ফ্রান্স ও জার্মানিতে শেয়ার বাজারের দর পতন হয়েছে সেখানে যুক্তরাষ্ট্রে দাম বৃদ্ধি পেয়েছে।

ইউরোপিয় কমিশনের প্রধান জোস ম্যানুয়েল ব্যারোসো ইউরোপিয়ান সংসদের উদ্দেশে বলেন, ইউরোপিয় ইউনিয়ন গত সপ্তাহে অর্থনৈতিক সমন্বয়ের জন্য যে প্রস্তাব করেছিল সেখানে যুক্তরাজ্য আগের সিন্ধান্তেই বহাল থাকবে।  

স্পেন অবশ্য এরই মধ্যে সল্প সুদের হারে কম সময়ের মধ্যে ৪.৯৪১ বিলিয়ন ইউরো ধার করেছে।

কিন্তু ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভ্যান রমপি বলেন, অধিকাংশ ইউরোপিয় রাজ্য মার্চের আগে নতুন এই চুক্তিতে স্বাক্ষর করবে না।

বাংলাদেশ সময় : ১১২০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।