ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিব ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ডিসেম্বর ১৪, ২০১১
পাপুয়া নিউগিনিতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

পোর্ট মোরসবি: দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে ওশেনিয়া মহাদেশের দ্বীপ দেশ পাপুয়া নিউগিনিতে বুধবার ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে এ খবর জানিয়েছে।

তবে এর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পটি উপকূলীয় শহর লি থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং রাজধানি পোর্ট মোরসবি থেকে ২২৩ কিলোমিটার দূরে আঘাত হানে।

পোর্ট মোরসবির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন ভবন থেকে ভীত-সন্ত্রস্ত মানুষকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা গেছে। বৈদ্যুতিক তারগুলো দোল খাচ্ছিল এবং পার্কে রাখা গাড়িগুলো উল্টে যাচ্ছিল।

হতাহতের কোনও খরব পাওয়া য়ায়নি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।