পোর্ট মোরসবি: দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে ওশেনিয়া মহাদেশের দ্বীপ দেশ পাপুয়া নিউগিনিতে বুধবার ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে এ খবর জানিয়েছে।
ভূমিকম্পটি উপকূলীয় শহর লি থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং রাজধানি পোর্ট মোরসবি থেকে ২২৩ কিলোমিটার দূরে আঘাত হানে।
পোর্ট মোরসবির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন ভবন থেকে ভীত-সন্ত্রস্ত মানুষকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা গেছে। বৈদ্যুতিক তারগুলো দোল খাচ্ছিল এবং পার্কে রাখা গাড়িগুলো উল্টে যাচ্ছিল।
হতাহতের কোনও খরব পাওয়া য়ায়নি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১