নয়াদিল্লি: রুপির অস্থির বাজার, মন্থর প্রবৃদ্ধি এবং ভোক্তা আস্থার নিম্নগতির কারণে আসন্ন ২০১২ সাল ভারতের অর্থনীতির জন্য যে খুব কঠিন একটা বছর হবে তাতে সন্দেহ নেই।
এদিকে, গত মঙ্গলবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
এদিন ডলারের বিপরীতে রুপির মূল্য ৫৩.২৯ থেকে আরও ৩৫ পয়সা কমে গেছে। এর আগের দিন কমে ছিল ৮১ পয়সা।
২০১১ সালের শুরু থেকে এ যাবত রুপির মোট দাম পড়েছে ১৪ শতাংশ। এশিয়ার ১০টি মুদ্রার মধ্যে রুপির দরপতন এবার সবচে বেশি।
এর মধ্যে ভারতে মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় দুই অঙ্কের কোঠায়। বিশ্ব অর্থনীতিতে এই পরিমাণও সর্বোচ্চ।
মুদ্রার এই অবমূল্যায়ন আবার মূদ্রাস্ফীতিতে নতুন প্রণোদনা যোগ করেছে। এতে করে অশোধিত জ্বালানি তেলসহ বিদেশি পণ্য আমদানিতে খরচ বেড়েছে অস্বাভাবিকভাবে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বলেছে, তারা রুপির দরপতন ঠেকাতে ব্যবস্থা নেবে। তবে উচ্চ মূল্যস্ফীতি, মন্থর প্রবৃদ্ধি এবং ভোক্তা অনাস্থা এসব কারণে ২০১২ সালটি ভারতের অর্থনীতির জন্য খুব কঠিন সময় হবে বলে মনে করছে তারা।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১