ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ইরাকে বিনিয়োগের আহ্বান মালিকির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, ডিসেম্বর ১৪, ২০১১
যুক্তরাষ্ট্রকে ইরাকে বিনিয়োগের আহ্বান মালিকির

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের ইরাকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর যুদ্ধ বিধ্বস্ত দেশটির পুনর্গঠনে যুক্তরাষ্ট্রকে বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।



ইরাকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতিলগ্নে এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মালিকি।

ওয়াশিংটন সফরে এসে গত মঙ্গলবার মালিকি বলেন, ‘ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেনারেলরা নয় বরং বড় বড় কোম্পানিগুলোই এখন ইরাকের ভবিষ্যৎ নির্ধারণে নেতৃত্ব দিচ্ছে। ’

বর্তমান ইরাকে মোট বিদেশি বিনিয়োগের ১০ শতাংশেরও বেশি এখন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর হাতে।

প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ৪০ জন ইরাকি ব্যবসায়ী নেতাসহ ওয়াশিংটন সফর করছেন। এই সফরে ব্যবসা-বাণিজ্য নিয়ে একটা চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সের বিনিয়োগকারীদের প্রতি তিনি বলেছেন, ‘তেল, স্বাস্থ্যসেবা, টেলিযোগাযোগ, নির্মাণ এবং বাণিজ্যিক সেবাসহ এমন অনেক খাত রয়েছে যেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন। ’

মালিকি বলেন, ইরাকে মার্কিন ফার্মগুলোর জন্য সম্ভাবনা অফুরন্ত। ইরাকের অর্থনীতিতে বৈচিত্র আনার জন্য সহায়তা করতে এটাই সবচে উপযুক্ত জায়গা।

এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন মালিকি। বৈঠক শেষে ওবামা বলেছেন, তার বিশ্বাস, ইরাকের অর্থনীতিতে এতো দ্রুত প্রবৃদ্ধি হবে যে, ভারত ও চীনকেও ছাড়িয়ে যাবে।

আগামী বছরের মধ্যেই ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন ওবামা। তবে ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এ বছর ইরাকে বৈদেশিক বিনিয়োগ হয়েছে এক হাজার কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।