ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ের রাজপথ নারীর জন্য মোটেও নিরাপদ নয়!

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ডিসেম্বর ১৪, ২০১১
মুম্বাইয়ের রাজপথ নারীর জন্য মোটেও নিরাপদ নয়!

মুম্বাই: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহর এখন নারীর নিরাপত্তার প্রশ্নে সবচে ঝুঁকিপূর্ণ স্থান। এই শহরের রাজপথে প্রতিদিন পথচারী ৯৫ শতাংশ নারীই যৌন হয়রানির শিকার হন।



নারী অধিকার সংগঠন আখশারার সাম্প্রতিক জরিপে এরকম ভয়াবহ তথ্য উঠে এসেছে। ভারতের সবচে নিরাপদ নগরী মুম্বাই- এরকম গাল-গল্প এখন প্রশ্নের সম্মুখীন হল।

জরিপের ফলাফল সংক্রান্ত তথ্য নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন আখশারার তথ্য কর্মকর্তা এলিস জেনক।

তিনি বলেন, ‘জরিপ শুরুর পর আমরা ভেবেছিলাম, নারীদের যৌন হয়রানির ঘটনা হয়ত বেশিই হবে, কিন্তু জরিপের ফলাফল দেখে আমরা নিজেরাই স্তম্ভিত। ’

তিনি জানান, নারীদের জন্য সবচেয়ে নিরাপদ নগরী হিসেবে কথিত মুম্বাইকে অনিরাপদ করার জন্য পুরুষেরাই দায়ী!

ভারতের একটি বাজার বিশ্লেষণ সংস্থা সি-ফোর, বিখ্যাত দৈনিক হিন্দুস্তান টাইমস এবং নারী অধিকার সংস্থা আখশারা যৌথ উদ্যোগে মুম্বাইয়ের রাস্তায় নিয়মিত চলাচলকারী নারীদের সাক্ষাতকার নিয়েছে।

জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ নারীই কোনও না কোনওভাবে যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।

তারা জানিয়েছেন, নারীদের লক্ষ্য করে কুৎসিত মন্তব্য ছুড়ে দেওয়া থেকে শুরু করে শরীরে হাত দেওয়া এবং  কখনও কখনও শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে।

তবে হয়রানির শিকার নারীদের মধ্যে ৬৮ শতাংশই এসব অত্যাচার মুখ বুঁজে সহ্য করেছেন। মাত্র ১৫ শতাংশ নারী পুলিশের কাছে সাহায্য চেয়েছেন আর মাত্র ৪ শতাংশ নারী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

অপর দিকে, মাত্র ৭ শতাংশ নারী জরুরি হেল্প লাইনে কল করেছেন। যদিও মহারাষ্ট্রজুড়ে নারী, বৃদ্ধ এবং দুর্দশার স্বীকার শিশুদের জন্য সর্বত্র হেল্পলাইন ১০৩ এ ডায়াল করার সুযোগ রয়েছে।

এর পাশাপাশি ২০০৯ সালে মুম্বাইয়ের কলেজগুলোতে ছাত্রীদের যৌন হয়রানির একটি চিত্র প্রকাশ করেছে আখশারা। কলেজগুলোতে ছাত্রীদের অহরহ এ ধরনের হয়রানির শিকার হতে হয়। কিন্তু খুব কম সংখ্যকই এ ব্যাপারে অভিযোগ করেছেন।

যৌন হয়রানি বা নির্যাতনের শিকার নারীরা মুখ বুঁজে থাকার পেছনে নানাবিধ কারণ চিহ্নিত করেছে আখশারা।

ঘটনার শিকার নারীরা পুলিশের কাছে অভিযোগ নিয়ে যেতে চান না কারণ, পুলিশের আন্তরিকতায় আস্থা নেই অনেকের। এমনকি দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই পুলিশ মামলা আমলে নেয় না। বরং উল্টো ঘটনার শিকারকেই ভর্ৎসনা করে।

২০১১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মুম্বাই পুলিশ নারীদের যৌন হয়রানির ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারার অধীনে মাত্র ৪৭৩টি মামলা নিয়েছে। নারীদের সঙ্গে অপমানজনক আচরণের ক্ষেত্রে দণ্ডবিধি ৫০৯ ধারার অধীনে মামলা লিপিবদ্ধ করেছে মাত্র ১৩৭টি।

এই পরিসংখ্যানেই যৌন হয়রানির শিকার নারীদের প্রতি মুম্বাইয়ের পুলিশ প্রশাসনের আচরণ প্রকাশ পায়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসম্বের ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।