ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ডিসেম্বর ১৪, ২০১১
মিশরে নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু

কায়রো: মিশরের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ধেকে গিজাসহ নয়টি প্রদেশে ভোটাররা ভোট দিচ্ছেন।



গত ফেব্রুয়ারিতে গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এই প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিশরে।

রাজধানী কায়রোর যমজ শহর গিজায় পিরামিডের নিকটে একটি স্কুল প্রাঙ্গণে বুধবার সকালে বহু লোককে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

ভোট গ্রহণ চলছে এমন অন্য শহরগুলো হলো- বনি সুয়েইফ, নিল বদ্বীপের প্রদেশ মেনুফিয়া, শারকিয়া ও বহিরা, সুয়েজখাল সংলগ্ন শহর ইসমাইলিয়া ও সুয়েজ এবং দক্ষিণাঞ্চলীয় শহর সোহাগ ও আসোয়ান।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে প্রথম দফা নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখাগুলো নির্বাচিত আসনের ৪৭ শতাংশ পেয়েছে। অপর রক্ষণশীল দল আল নূর পেয়েছে মোট আসনের ২১ শতাংশ। উদারপন্থী দলগুলো পেয়েছে মাত্র ৯ শতাংশ আসন।

দ্বিতীয় দফার এই নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মিশর পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৯৮টি আসনের মধ্যে ১৮০ আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই দফায়।

তৃতীয় এবং চূড়ান্ত দফার নির্বাচনে ভোট গ্রহণ আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিশরের মোট জনসংখ্যার এক কোটি ৮৮ লাখ ভোটার। এক একজন ভোটারকে তিনটি করে ভোট দিতে হবে; দুটি ব্যালট আলাদা দু’জন প্রার্থীর জন্য আর একটি কোন দল বা জোটের জন্য দিতে হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।