ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রকেট বাণিজ্যে মাইকোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, ডিসেম্বর ১৪, ২০১১
রকেট বাণিজ্যে মাইকোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

নিউইয়র্ক: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন মহাকাশে মানববিহীন রকেট এবং মালামাল পরিবহনের মহাকাশযান পাঠানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

৫৮ বছর বয়সী সিলিকনভ্যালি টাইকুন পল অ্যালেন একটি বিশাল বিমান তৈরির পরিকল্পনা করেছেন যা  মহাকাশযানকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে পারবে।

এটা করলে মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চের প্রয়োজন হবে না।

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশযান প্রেরণের ৩০ বছরের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা দিয়েছে। এর পরই কয়েকজন বড় ব্যবসায়ী মহাকাশেযান প্রেরণের প্রতিযোগিতায় মেতে উঠেছে। ইতোমধ্যেই ভার্জিন গ্যালাকটিক নামের একটি প্রতিষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে ২০১৩ সালের মধ্যে কক্ষপথে যাত্রীবাহী মহাকাশযান প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

পল অ্যালেনের ঘোষণার মাধ্যমে মহাকাশে ব্যক্তি উদ্যোগে রকেট পাঠানোর প্রতিযোগিতায় যুক্ত হল আরেক ব্যবসায়ী মোঘলের নাম।

পল অ্যালেনের এই প্রকল্পে অংশীদার হয়েছেন মহাকাশ যাত্রার পথিকৃৎ বার্ট রুটান। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটোলঞ্চ সিস্টেমস।

নাসার মহাকাশযান প্রেরণ বন্ধ হওয়ায় মহাকাশে যান পাঠানোর ক্ষেত্রে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা ব্যক্তি উদ্যোগে মহাকাশ যান পাঠানোর সুযোগ সৃষ্টি করেছে- এরকম চিন্তা থেকেই সিলিকন ভ্যালি টাইকুন পল অ্যালেন এমন প্রকল্প হাতে নিলেন।

তবে এই প্রকল্পের বিশেষত্ব হল, এতদিন ভূমিতে স্থাপিত উৎক্ষেপণ থেকে রকেট উৎক্ষেপণ করা হতো, কিন্তু অ্যালেনের এই প্রকল্পে তা আর লাগবে না। আকাশের অনেক উচ্চতায় উড্ডীয়মান বিশেষ বিমান থেকে মানববিহীন রকেট উৎক্ষেপণ করা হবে। পরে অবশ্য মানুষবাহী রকেট পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

নির্মাতারা দাবী করছেন, তাদের এই বিমান ব্যবহার করে বাণিজ্যিক স্যাটেলাইট ইন্ডাস্ট্রি এবং  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য মালামাল পরিবহণ করা যাবে।

এই দানবাকৃতির বিমানটিতে ছয়টি ৭৪৭ জাম্বোজেট এঞ্জিন লাগানো থাকবে আর এর ডানার দৈর্ঘ্য হবে ৩৮৫ ফুট বা ১১৭ মিটার।

নির্মান করা হলে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বিমান।

ধারণা করা হচ্ছে, ২০১৬ সালে এর প্রথম পরীক্ষামূলক যাত্রা সম্ভব হবে।

ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভুমিতে অবস্থিত একটি হ্যাঙ্গারে বিমানটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

পল অ্যালেন এবং বার্ট রুটান এর আগে গত ২০০৪ সালে স্পেসশিপ ওয়ান নামের ব্যক্তিগত উদ্যোগে মনুষ্যবাহী মহাকাশযান নির্মানে অর্থায়ন করেছিলেন।   এটি ছিল বিশ্বের প্রথম ব্যক্তি উদ্যোগে নির্মিত মানুষ্যবাহী মহাকাশযান।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।