ঢাকা: নির্বাচন পরবর্তী বিক্ষোভের আশঙ্কায় কঙ্গোর রাস্তায় ট্যাংক নামিয়েছে সরকার। কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত জোসেফ কাবিলার শপথ গ্রহনকে সামনে রেখে কাবিলা বিরোধীরা বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্য আফ্রিকার গৃহযুদ্ধ এবং সহিংসতা পীড়িত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো নামে পরিচিত এই দেশটিতে গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয় দেশটির বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। তিনি বর্তমানে শপথ গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে শপথ গ্রহন অনুষ্ঠান হবে। এতে একমাত্র বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে উপস্থিত থাকবেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রর্বাট মুগাবে।
এদিকে শপথ অনুষ্ঠানের প্রাক্কালে কাবিলার অনুগত রিপাবলিকান গার্ড সেনাদের সমগ্র রাজধানী জুড়ে মোতায়েন করার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
তবে দেশটির বিরোধীদলগুলো সম্মিলিত ভাবে এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখান করেছে। তাদের দাবি, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন অন্যায়ভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে নির্বাচনে জয়ী ঘোষণা করেছে।
অবশেষে দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা করে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জোসেফ কাবিলা সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং পশ্চিমা দেশগুলো নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সমালোচনা করে। এদিকে দেশটির প্রধান বিরোধী নেতা এটিয়েনি শিসেকেডি নিজেকে নির্বাচনে বিজয়ী বলে দাবি করেন।
নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করে আগামী শুক্রবার শপথ গ্রহন করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন এই নেতা।
তিনি আগামী শুক্রবার রাজধানীর শহীদ স্টেডিয়ামে নিজের সমর্থকদের সামনে শপথ নেবেন বলা জানায় সংবাদমাধ্যম।
কঙ্গোর রাজধানী কিনসাসায় শিসেকেডির শক্ত সমর্থন রয়েছে। তিনি রাষ্ট্রের সরকারী কর্মচারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জোসেফ কাবিলার বদলে তার নির্দেশ মেনে চলার আহবান জানিয়েছেন।
এছাড়া কাবিলাকে ধরে আনার জন্য পুরষ্কারও ঘোষণা করেছেন শিসেকেডি। তবে কাবিলার একজন সহযোগী এই ঘোষণাকে অপরাধ বলে মন্তব্য করেছেন।
শিসেকেডির শপথ গ্রহনকে সামনে রেখে শহীদ স্টেডিয়ামের সামনেও সেনা মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটা রাজনৈতিক অনিশ্চয়তায় দেশটিতে আবারও গৃহযুদ্ধের ঘনঘটা দেখা দিয়েছে। ২০০৩ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনটিই ছিল কঙ্গোর নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রথম নির্বাচন।
২০০৩ সালে শেষ হয় বহুবছর ধরে চলা কঙ্গোর গৃহযুদ্ধ। আর এই যুদ্ধে দেশটির প্রায় ৪০ লক্ষ মানুষ নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১