নিউইয়র্ক: ক্রেতাদের মধ্যে মারামারি আর হুড়োহুড়ি ঠেকাতে প্রায় জনা চল্লিশেক পুলিশকে রীতিমত হিমশিম খেতে হয়েছে। একটি স্থানীয় শপিং মলে উশৃঙ্খল ক্রেতাদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে শেষ পর্যন্ত অ্যাকশনে যেতে হয়েছে তাদের।
এই হইহুল্লোর আর বিশৃঙ্খলা ঘটেছে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে নতুন ডিজাইনের একটি বাস্কেটবল খেলার জুতা কেনা নিয়ে।
নাইকি ব্র্যান্ডের নতুন জুতা ‘এয়ার জর্ডান’ কেনা নিয়ে এই অবস্থা। বাজারে আসার পরেই হু হু করে বিক্রি হচ্ছে এই মডেল। খুচরা মূল্য ১৮০ ডলার নিয়ে বাজারে এলেও তাৎক্ষণিকভাবে ইবে’তে এর দাম ৬০৫ ডলারে উঠে গেছে।
বিশৃঙ্খলা প্রথম শুরু হয় ক্যালিফের্নিয়ার ক্যারোলিন প্লেস মলে। তখন ভোর ৫টা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মলের কর্মচারীরা দরজা খোলার সঙ্গে সঙ্গে ক্রেতারা হুড়মুড়িয়ে ঢুকতে থাকে।
এরকম অবস্থা ক্যালিফোর্নিয়া থেকে জর্জিয়া পর্যন্ত সব জুতার দোকানে। জুতা কেনার প্রতিযোগিতা রীতিমত সহিংসতার রূপ নিয়েছে কোথাও কোথাও।
গত শুক্রবার সকালের দিকে ওয়াশিংটনের সিয়াটলে ২০ জন ক্রেতা মারামারি শুরু করলে পুলিশ তাদের মরিচের গুড়া মেরে ছত্রভঙ্গ করে দেয়।
কোথাও কোথাও ঘটনা আরও সহিংস রূপ নিয়েছে। পুলিশকে ঘুঁষি মারার জন্য একজন আটক হয়েছেন।
পুলিশ কর্মকর্তা মাইক মরফি তার ব্যাপারে বলেন, ‘তার জুতা কেনা আর হচ্ছে না। তিনি এখন জেলে যাচ্ছেন। ’
ক্রেতাদের মধ্যে কোনও শৃঙ্খলা ছিল না, তারা খুবই হিংসাত্মক আচরণ করছিল বলে জানান তিনি।
এদিকে অন্যান্য স্থানে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে;
জর্জিয়ার লিথোনিয়ায় দোকানের দরজা ভাঙার জন্য চারজন আটক। ক্যালিফোর্নিয়ার স্টকটোমে ভুলক্রমে এক ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েন। মিশিগানের টেলর শপিং সেন্টারে উপচে পড়া ভীড়। ক্যালিফোর্নিয়ার রিচমোন্ডে ক্রেতাদের লাইন লক্ষ্য করে গুলি তবে কেউ হতাহত হয়নি।
বিশৃঙ্খলার আরও খবর পাওয়া গেছে, উত্তর ক্যারোলিনার চারলোট, ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিস এবং নেব্রাস্কার ওমাহায়।
তবে এসব ঘটনার ব্যাপারে মন্তব্য নিতে তাৎক্ষণিকভাবে নাইকির কোনও মুখপাত্রকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১