ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে নৌকা ডুবি, একই পরিবারের ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ডিসেম্বর ২৬, ২০১১
তামিলনাড়ুতে নৌকা ডুবি, একই পরিবারের ২২ জনের প্রাণহানি

তামিলনাড়ু, ভারত: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে নৌকাডুবিতে একই পরিবারের ২২ জন সদস্যের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় পুলিশ এই খবর জানিয়েছে।



পুলিশ জানায়, রাজ্যের উপকূলীয় অঞ্চলে পুলিকাত হ্রদে ২৫ জন আরোহীসহ নৌকাটি ডুবে যায়। মাত্র তিনজন বালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।

আরোহীরা সবাই পারিবারিক বনভোজনে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, অতিরিক্তি আরোহী এবং নৌকাতে কোনও লাইফ জ্যাকেট না থাকার কারণে প্রাণহানি বেশি হয়েছে।

নৌকার চালক এবং উদ্ধরাকর্মীরা সারা রাত খুঁজেও মৃত অথবা জীবিত কাউকে উদ্ধরা করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।