তামিলনাড়ু, ভারত: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে নৌকাডুবিতে একই পরিবারের ২২ জন সদস্যের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় পুলিশ এই খবর জানিয়েছে।
পুলিশ জানায়, রাজ্যের উপকূলীয় অঞ্চলে পুলিকাত হ্রদে ২৫ জন আরোহীসহ নৌকাটি ডুবে যায়। মাত্র তিনজন বালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।
আরোহীরা সবাই পারিবারিক বনভোজনে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, অতিরিক্তি আরোহী এবং নৌকাতে কোনও লাইফ জ্যাকেট না থাকার কারণে প্রাণহানি বেশি হয়েছে।
নৌকার চালক এবং উদ্ধরাকর্মীরা সারা রাত খুঁজেও মৃত অথবা জীবিত কাউকে উদ্ধরা করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১