ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাবার মৃত্যুর পূর্ণ তদন্ত চাইলেন আয়শা গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ডিসেম্বর ১৫, ২০১১
বাবার মৃত্যুর পূর্ণ তদন্ত চাইলেন আয়শা গাদ্দাফি

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে বাবা ও ভাইয়ের মৃত্যুর পূর্ণ তদন্ত দাবি করেছে গাদ্দাফি কন্যা আয়শা গাদ্দাফি।

গতকাল আয়শা গাদ্দাফির আইনজীবি নিক ক্যাফম্যান আইসিসি’র আইনজীবি লুইস মরেনো অকাম্পো বরাবর এক লিখিত চিঠি পাঠান।

সেখানে তিনি আয়শা গাদ্দাফির পক্ষ হয়ে গত অক্টোবরের ২০ তারিখে মুয়াম্মার গাদ্দাফি এবং মুতাসিম গাদ্দাফির মৃত্যুর পূর্ণ তদন্ত দাবি করেন।
 
ক্যাফম্যান একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেন, ‘আয়শা গাদ্দাফি ‍তার বাবা এবং ভাইয়ের মৃত্যুর পূর্ণ তদন্ত দাবি করেছে। অন্য সবার মৃত্যুর তদন্ত যদি হয় তাহলে কেন গাদ্দাফির মৃত্যুর তদন্ত হবে না। ’

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি এবং তার পুত্র মুতাসিমকে দেশটির বিদ্রোহী সৈন্যরা গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তীতে তাদের হত্যা করা হয়।

ওই চিঠিতে ক্যাফম্যান আরও লেখেন, মুয়াম্মার এবং মুতাসিমকে এনটিসি জীবিত ধরেছিল। কিন্তু পরবর্তীতে তাদের দুজনকেই মৃত পাওয়া যায়। যদি আপনারা সচেতনই হোন তাহলে লিবিয়ার অবস্থা বিবেচনা করে এই মৃত্যুর তদন্ত করুন। ’

তবে আইসিসি’র পক্ষ থেকে এই চিঠি প্রাপ্তির কথা এখনও স্বীকার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।