ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র গুলি’র নির্দেশ দেওয়া ছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, ডিসেম্বর ১৫, ২০১১
সিরিয়ায় বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র গুলি’র নির্দেশ দেওয়া ছিল

দামেস্ক: সিরিয়ার সামরিক কামন্ডার এবং কর্মকর্তাদের বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছিল। এদের মধ্যে অনেকে নির্বিচারে হত্যা, নির্যাতন এবং বেআইনিভাবে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছিলেন।



নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

সিরিয়াতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যক্তি অথবা শীর্ষ পর্যায়ের লোকজনের দায় শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সিরিয়ার সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিদ্রোহী সদস্যদের মধ্যে ৬০ জনেরও বেশির সাক্ষাতকার নিয়ে ৮৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রস্তুত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গত নয় মাস ধরে চলা বিক্ষোভে-সহিংসতায় প্রাণহানি, নির্যাতন এবং বেআইনিভাবে গ্রেপ্তারের জন্য ৭৪ জন কমান্ডার এবং কর্মকর্তাকে দায়ী হিসেবে সনাক্ত করেছে তারা।

এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের জরুরি সহায়তা বিষয়ক সহকারী পরিচালক আন্না নিসতাত জানান, বিদ্রোহী সেনা এবং গোয়েন্দা সদস্যরা বিদ্রোহীদের হত্যার নির্দেশ দানকারী কর্মকর্তাদের নাম, পদবীসহ বিস্তারিত জানিয়েছেন। অভিযুক্তরা শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সরকার যা করেছে তা রীতিমত মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর জন্য সিরিয়াকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে পারে।

তবে সিরিয়া বরাবর দাবি করে আসছে, বিক্ষোভে যতো হত্যা বা গুপ্তহত্যার ঘটনা ঘটেছে তার জন্য কিছু সশস্ত্র গ্যাং এবং সন্ত্রাসী গ্রুপ দায়ী।

গত ৭ ডিসেম্বর একটি মার্কিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দাবি করেন, দেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ধরনের নিপীড়ন চালানোর নির্দেশ তিনি কাউকে দেননি। যা ঘটেছে তা কোনও কর্মকর্তার ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে বলে তার দাবি।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ার সশস্ত্র বাহিনীকে পরিচালনা করেন। গত মার্চে বিক্ষোভ শুরুর পর তিনি বাইরের কাউকে এমনকি বিদেশি সাংবাদিককে সিরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছেন।

সেনা বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার কারণে সিরিয়ায় হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের দায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ এড়িয়ে যেতে পারবেন বলে জানান আন্না নিসতাত।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।