নিকোশিয়া: সিরিয়ার সেনাবাহিনী থেকে পলাতক সদস্যদের হাতে অন্তত ২৭ জন সৈন্য নিহত হয়েছে। দেশটির দক্ষিণের প্রদেশ দারাতে বৃহস্পতিবার পলাতক ওই সৈন্যদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
সিরিয়াভিত্তিক একটি মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক এক গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে বেশ কয়েকটি স্থানে এই সংঘর্ষ বাঁধে।
এদিকে বুধবার একই পলাতক সৈনিকদের হাতে আরও অন্তত আটজন সরকারি বাহিনী সদস্য নিহত হয়েছে। অবশ্য এর আগে সিরিয়ার নিরাপত্তা বাহিনী পাঁচ জন নিরাপরাধ বেসামরিক মানুষকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই ওই আটজন সৈনিককে হত্যা করা হয়েছিল বলে জানানো হয়।
মানবাধিকার সংস্থার দেওয়া সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়, বুধবারের সংঘর্ষে ২১জন বেসামরিক নিহত হয়েছে। এরমধ্যে রাজধানী দামেস্কে স্নাইপারের গুলির আঘাতে একজন নারীও মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১