সোমবার (২১ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে ক্যারি ল্যামের পক্ষ থেকে এ ক্ষমাপ্রার্থনা করা হয়। এর আগে রোববার (২০ অক্টোবর) রাতে কাওলুন জেলার একটি প্রধান মসজিদে ওই জলকামান ছুড়ে মারার ঘটনা ঘটে।
সোমবার সকালে বিক্ষোভস্থলে পরিচ্ছন্নতা অভিযানকালে প্রধান নির্বাহী ওই মসজিদ পরিদর্শন করেন এবং মুসলিম সম্প্রদায়ের নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। ইসলামি অনুশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় তিনি একটি শাল দিয়ে নিজেকে ঢেকে রাখেন বলেও খবরে বলা হয়।
জাপান সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হংকং ছাড়ার আগে ক্যারি ল্যাম এ মসজিদ পরিদর্শন করেন। সে সময় তিনি হংকং বিক্ষোভকারীদের বারবার শান্তির পথ অবলম্বনের আহ্বান জানানোর জন্য মুসলিম নেতাদের ধন্যবাদ জানান।
রোববার রাতে কাওলুনে বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এরই এক পর্যায়ে সেখানকার প্রধান মজসিদটি আক্রান্ত হয়।
এদিকে বিক্ষোভকারীরাও মসজিদ লক্ষ্য করে আন্দোলন চালাবে না বলে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এইচজে